Yogi Adityanath

‘গাইড’ মোদীকে শুভেচ্ছা যোগীর

‘নেতা, মেন্টর, গাইড’। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৬
Share:

যোগী আদিত্যনাথ।

‘নেতা, মেন্টর, গাইড’। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

মোদীর ৭০তম জন্মদিনে এক নিবন্ধে যোগী লিখেছেন, ‘‘আমি নিজেকে আশীর্বাদধন্য মনে করি যে, প্রধানমন্ত্রী মোদীর মতো নেতা, মেন্টর ও গাইড পেয়েছি— যাঁর অকল্পনীয় ন্যায়নীতি, মানবজাতির প্রতি প্রশ্নাতীত সেবার মনোভাব ও সহানুভূতি রয়েছে।’’

আরএসএস-এর ইচ্ছেতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদি পেয়েছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপির অন্দরমহলে শোনা যেত, মোদীর তাতে বিশেষ সম্মতি ছিল না। কিন্তু গত কয়েক বছরে মোদী যেমন উত্তরপ্রদেশে যোগী সরকারের ঢালাও প্রশংসা করেছেন, তেমন যোগীও প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখে এগিয়েছেন। ‘ইজ় অফ ডুয়িং বিজনেস’-এর মতো কেন্দ্রের রাজ্যওয়াড়ি প্রতিযোগিতাতেও উপরের সারিতে উঠে এসেছে উত্তরপ্রদেশ। অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসেও কেন্দ্র-রাজ্যের দুই প্রশাসকের সেই সমন্বয় দেখা গিয়েছিল। আজ যোগী বলেছেন, ‘‘আমি শ্রীরামের কাছে প্রার্থনা করি, মোদীজির কৃপা যেন আমাদের জীবনে চিরকাল বজায় থাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement