Jammu Kashmir Assembly Election

কংগ্রেস-এনসি জোটকে খোঁচা যোগীর

জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি নিয়ে কার্যত সমঝোতা করে ফেলেছে ওমর–ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে কংগ্রেস ৪০টি, এনসি ৪৩টি ও সিপিএম সাতটি আসনে লড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ০৮:৫৩
Share:

যোগী আদিত্যনাথ। —ফাইল ছবি।

অমিত শাহের দেখানো পথেই কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটকে ‘দেশবিরোধী’ বলে ব্যাখ্যা করে আক্রমণ নামলেন যোগী আদিত্যনাথ-সহ বিজেপির অন্য নেতারা। পাল্টা আক্রমণে কংগ্রেসের বক্তব্য, পিডিপি-র সঙ্গে বিজেপি যখন দশ বছর আগে জোট করেছিল, তখন সেই ইস্তাহারে কাশ্মীরের জন্য ভারত-পাকিস্তানে এক ধরনের মুদ্রা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তখন সেই ইস্তাহার কি পড়েছিলেন শাহ?

Advertisement

জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি নিয়ে কার্যত সমঝোতা করে ফেলেছে ওমর–ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে কংগ্রেস ৪০টি, এনসি ৪৩টি ও সিপিএম সাতটি আসনে লড়বে। দশ বছর পরে হতে চলা এই নির্বাচনে জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি। কিন্তু কংগ্রেস ও এনসি-র মধ্যে জোট যথেষ্ট চাপে ফেলে দিয়েছে তাদের। বিরোধী ওই জোটের মোকাবিলায় তাই গোড়া থেকেই জাতীয়তাবাদকে সামনে রেখে প্রচারের কৌশল নিয়েছে তারা। সে কারণে গত কাল অমিত শাহ এনসি-র ‘পাকিস্তান প্রেম’ উপত্যকার সুরক্ষা বিপন্ন করে তুলতে পারে বলে আশঙ্কা জানিয়ে প্রচারের অভিমুখ ঠিক করে দিয়েছিলেন। বিজেপি নেতৃত্বও গত কাল জম্মু ও কাশ্মীর নিয়ে বৈঠকের পরে ঠিক করে, ‘পাকিস্তানপন্থী’ এনসি-র সঙ্গে কংগ্রেসের জোট দেশের ‘নিরাপত্তাকে নতুন করে চ্যালেঞ্জের’ মুখে ঠেলে দিতে চলেছে— এই ভাষ্যকে সামনে রেখে ধারাবাহিক ভাবে প্রচার চালিয়ে যাবে দল।

আজ সেই পথেই আক্রমণ শানাতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। লখনউয়ে যোগী দাবি করেন, ‘‘কংগ্রেস জম্মু ও কাশ্মীরে এনসি-র সঙ্গে হাত মেলানোয় দেশের সুরক্ষার জন্য বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরে উপত্যকায় সন্ত্রাসবাদী সমস্যা অনেকটাই সমাধান হয়ে আসে। কিন্তু এই জোট পরোক্ষে নতুন করে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার বার্তা দিতে শুরু করেছে। যা দেশের জন্য চিন্তার।’’ ক্ষমতায় এলে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা, দু’দেশের মধ্যে বাণিজ্য শুরু করার প্রতিশ্রুতি দেয় আবদুল্লা শিবির। যোগীর মতে, এনসি-র ওই প্রতিশ্রুতি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ। দলীয় ইস্তাহারে জম্মু-কাশ্মীরের জন্য অনুচ্ছেদ ৩৭০ বিলুপ্তির আগে আলাদা যে পতাকা ছিল, তা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে এনসি। এ নিয়ে যোগীর প্রশ্ন, ‘‘বিরোধী দলনেতা (রাহুল) কি এনসি-র ওই পতাকা ফিরিয়ে আনার দাবিকে সমর্থন করেন?’’ কংগ্রেস মুখপাত্র পবন খেরা আজ বলেন, ‘‘বিজেপি যখন পিডিপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল, তখন পিডিপি-র ইস্তাহার পড়েছিলেন শাহ? তাতে উপত্যকায় দু’দেশের মধ্যে একই ধরনের মুদ্রা ব্যবহারের কথা বলা হয়েছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement