COVID-19

উত্তরপ্রদেশের কোনও হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই, দাবি যোগী আদিত্যনাথের

আদিত্যনাথ বলেন, ‘‘আমাদের মাথায় রাখতে হবে, সব রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র যাঁদের প্রয়োজন তাঁদেরই অক্সিজেন দেওয়া হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৩:১৮
Share:

ফাইল চিত্র।

দেশ জুড়ে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই একাধিক রাজ্য অক্সিজেনের ঘাটতির অভিযোগ করেছে। দিল্লি তো ইতিমধ্যেই কেন্দ্র ও অন্যান্য রাজ্যের কাছে আর্জি জানিয়েছে অক্সিজেন পাঠানোর জন্য। তার মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, তাঁর রাজ্যের কোনও হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই।

Advertisement

সংবাদমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগী বলেন, ‘‘সরকারি ও বেসরকারি, কোনও হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই। কালোবাজারি ও অক্সিজেন মজুত করে রাখার ফলে কিছু সমস্যা হয়েছে। তবে তার মোকাবিলা হচ্ছে। আইআইটি কানপুর, আইআইএম লখনউ ও আইআইটি বারাণসীর সঙ্গে মিলে আমরা একটা পরিকল্পনা তৈরি করছি। অক্সিজেনের চাহিদা, যোগান ও বণ্টনে নজর রাখতেই এই পরিকল্পনা।’’

আদিত্যনাথ আরও বলেন, ‘‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সব রোগীর কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র যাঁদের প্রয়োজন তাঁদেরই অক্সিজেন দেওয়া হবে। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের।’’

Advertisement

সংক্রমণ বৃদ্ধির মধ্যে প্রাথমিক ভাবে কিছু সমস্যা দেখা দিলেও তার মোকাবিলা করা হয়েছে বলেই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘করোনাকে শুধুমাত্র জ্বর ভাবা ভুল। আমিও আক্রান্ত হয়েছি। কিন্তু নিভৃতবাসে সব রকম নিয়ম মেনে চলছি আমরা। উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি। তাই শুরুতে কিছু সমস্যা হয়েছিল। প্রথম তরঙ্গের তুলনায় দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ প্রায় ৩০ গুণ বেশি। তবে আমরা ধীরে ধীরে পরিস্থিতির মোকাবিলা করেছি। রাজ্যে আরও ৩১টি অক্সিজেন উৎপাদন কেন্দ্র তৈরি করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement