Yogi Adityanath

যোগী-রাজ্যের দাবি, কমেছে সংক্রামক রোগ

দু’বছরের তুলনামূলক পরিসংখ্যান সামনে এনেছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও চিকিৎসা দফতরের অতিরিক্ত সচিব অমিতমোহন প্রসাদ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০৩:৩১
Share:

ছবি: সংগৃহীত।

পরিচ্ছন্নতা অভিযানের কারণে উত্তরপ্রদেশে সংক্রামক ব্যধির প্রকোপ কমেছে বলে রবিবার দাবি করল যোগী আদিত্যনাথের সরকার। চলতি বছরে ২০ অগস্ট পর্যন্ত রাজ্যে ৪৬৮৭ জন ম্যালেরিয়া রোগীর নাম নথিভুক্ত হয়েছে। ২০১৯-এর ২০ অগস্ট পর্যন্ত সংখ্যাটা ছিল ১৫,১০১। গত বছর অগস্ট পর্যন্ত ৮১৬ জনের মধ্যে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম দেখা গিয়েছিল। মারা যান ৩৪ জন। ২০২০-তে একই সময়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৩৯৬ এবং ১২। গত বছর প্রথম ৮ মাসে জাপানি এনসেফ্যালাইটিসে ৫০ জন আক্রান্ত হন। মৃত্যু হয় ১৯ জনের। এ বছর আক্রান্তের সংখ্যা ৪। মারা গিয়েছেন ২ জন। গত বছর প্রথম আট মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েন ১৩৫ জন। এ বছর, এখনও পর্যন্ত সংখ্যাটা ৩২।

Advertisement

দু’বছরের এই তুলনামূলক পরিসংখ্যান সামনে এনেছেন স্বাস্থ্য ও চিকিৎসা দফতরের অতিরিক্ত সচিব অমিতমোহন প্রসাদ। তবে কোভিড ও লকডাউনের কারণে সংক্রামক রোগে আক্রান্তদের অনেকেচিকিৎসা করাতে না-ও পেরে থাকতে পারেন। ফলে আক্রান্তের প্রকৃত হিসেবটা অন্য রকমও হতে পারে। সরকারি সূত্রে এ বিষয়ে কিছু বলা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement