Yogi Adityantah

Yogi Adityanath:পাঁচ বছরে রাজ্যের শ্রীবৃদ্ধি, দাবি যোগীর

উত্তরপ্রদেশে ভোটযুদ্ধ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেখানে ভোটপর্ব শুরু হবে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২১
Share:

ফাইল চিত্র।

ভোট ময়দানে নিজের ঢাক নিজেই পিটিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, পূর্বতন সরকারগুলি রাজ্যের জন্য কিছুই করেনি। রাজ্যের উন্নয়ন যা হয়েছে, তা তাঁরই আমলে, গত পাঁচ বছরে। আজ যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর মুখ্যমন্ত্রিত্বকালেই গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্যের আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে। রাজ্যের অর্থনীতি দেশের মধ্যে ষষ্ঠ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Advertisement

উত্তরপ্রদেশে ভোটযুদ্ধ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেখানে ভোটপর্ব শুরু হবে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জোরকদমে প্রচার করছেন যোগী। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘১৯৪৭ থেকে ২০১৭ পর্যন্ত দেশের মধ্যে উত্তরপ্রদেশের অর্থনীতি ৬ বা ৭ নম্বরে ছিল। গত ৭০ বছরে কোনও কাজ হয়নি। আমাদের সরকারই সাফল্যের সঙ্গে রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। ছ’নম্বর থেকে অর্থনীতি দু’নম্বরে উঠে এসেছে।’’ গত পাঁচ বছরে রাজ্যের আইনশৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে দাবি করেছেন যোগী। তাঁর কথায়, ‘‘গত পাঁচ বছরে রাজ্যে কোনও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেনি। ঘটেনি কোনও সাম্প্রদায়িক হিংসাও।’’ বিরোধীরা অবশ্য বলছেন, বিজেপি বিরোধী পক্ষে থাকলেই রাজ্যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। যোগীর দাবি, উত্তরপ্রদেশেই প্রথম পঞ্চায়েত স্তরে পুলিশে মহিলাদের নিয়োগ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement