—ফাইল চিত্র।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে আগামী ৩ এপ্রিলের মধ্যে বেসরকারি ইয়েস ব্যাঙ্ক থেকে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।
এই ইয়েস ব্যাঙ্কেই পুরীর জগন্নাথদেবের নামে ৫৪৫ কোটি টাকা রয়েছে। ফলে বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত এবং পুরোহিতদের মধ্যে। শুক্রবার প্রবীণ দয়িতাপতি বিনায়ক দাস মহাপাত্র ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘‘একটু বেশি সুদ পাওয়ার আশায় বেসরকারি ব্যাঙ্কে এই বিপুল পরিমাণ টাকা রাখার জন্য যে ব্যক্তি দায়ী, তাঁর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি।’’
জগন্নাথ সেনার আহ্বায়ক প্রিয়দর্শী পট্টনায়কের দাবি, ‘‘ভগবানের তহবিলের টাকা কোনও বেসরকারি ব্যাঙ্কে রাখা অবৈধ এবং অনৈতিক। এই অনিশ্চিয়তার জন্য দায়ী শ্রী জগন্নাথ টেম্পল কমিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ) এবং মন্দিরের ম্যানেজিং কমিটি।’’