দিল্লিতে যমুনার জলস্তর আবার বিপদসীমা ছাড়াল। — ফাইল চিত্র।
শুক্রবার ফের দিল্লিতে যমুনার জলস্তর বিপদসীমা পার করল। নদীর জলের উচ্চতা ২০৫.৩৩ (বিপদসীমা) মিটার ছাড়াল। আশঙ্কা, শুক্রবার গভীর রাতে তা বেড়ে ২০৫.৪৫ মিটার হতে পারে। এর ফলে আরও এক বার বিপাকে পড়তে পারেন ঘরছাড়া বহু মানুষেরা। রাজধানীর নিচু এলাকায় জল জমে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ২৭ হাজার মানুষ।
গত ১৩ জুলাই যমুনার জলস্তর পৌঁছেছিল ২০৮.৬৬ মিটারে। এর আগে কখনও নদীর জল এতটা বাড়েনি। ১৯৭৮ সালে যমুনার জলস্তর পৌঁছেছিল ২০৭.৪৯ মিটারে। তার পর গত ১৩ জুলাই ফের তা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। টানা আট দিন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল যমুনার জল। তার পর ধীরে ধীরে কমেছিল জলস্তর। গত মঙ্গলবার তা বিপদসীমার নীচে নেমেছিল। কিন্তু হিমাচল-সহ উচ্চ পার্বত্য এলাকায় টানা বৃষ্টির কারণে ফের তা ওঠানামা শুরু করে। শুক্রবার সেই জলস্তর আবার বিপদসীমা ছাড়াল।
মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, ২২ জুলাই, শনিবার পর্যন্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি চলতে পারে। এর ফলে যমুনার জলস্তর নামতে সময় লাগবে। দিল্লির বহু নিচু জায়গায় জমে থাকতে পারে জল। সে কারণে ঘরছাড়া মানুষের ঘরে ফিরতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দিল্লিতে জল জমে ঘর ছাড়া প্রায় ২৭ হাজার মানুষ। তাঁরা এখনও রয়েছেন ত্রাণ শিবিরে।
যমুনার জলস্তর এ ভাবে বাড়তে থাকলে দিল্লিতে ফের ধাক্কা খেতে পারে পানীয় জল সরবরাহ। ওয়াজিরাবাদের পাম্পিং স্টেশনে জল জমে থাকায় পানীয় জল সরবরাহে ঘাটতি হয়েছিল। গত মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হয়েছিল। ফের তাতে ব্যাঘাত হতে পারে।