ছাড় নয় মেয়েদেরও

পারিবারিক হিংসা রদ আইনে এ বার মামলা রুজু করা যাবে মহিলাদের বিরুদ্ধেও। ২০০৫ সালের ওই আইনে ছিল, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধেই অভিযোগ করা যাবে। বৃহস্পতিবার সেই ধারাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৬ ০২:২০
Share:

পারিবারিক হিংসা রদ আইনে এ বার মামলা রুজু করা যাবে মহিলাদের বিরুদ্ধেও। ২০০৫ সালের ওই আইনে ছিল, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধেই অভিযোগ করা যাবে। বৃহস্পতিবার সেই ধারাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি রোহিনটন এফ নরিম্যানের বেঞ্চ বলেছে, অভিযুক্ত পুরুষেরা অনেক সময়েই এ ক্ষেত্রে মহিলাদের এগিয়ে দিয়ে থাকেন। তাতে আইনের আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়। কিন্তু মহিলারাও পারিবারিক হিংসা চালাতে পারেন বা তাতে মদত দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement