Viral video

Bizarre: টুনি বাল্‌বের দরকার কী, দীপাবলিতে এই শাড়ি পরলেই তো কেল্লাফতে!

শুক্রবার দীপাবলি। তার আগে আলো লাগানো এই শাড়ি ঘিরে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:০৬
Share:

ভাইরাল হওয়া সেই শাড়ি। ছবি সৌজন্য টুইটার।

‘ইয়ারানা’ ছবিতে অমিতাভ বচ্চনের আলো লাগানো পোশাকের কথা মনে আছে? ‘সারা জমানা’ গানটিতে তাঁকে ওই পোশাক পরে নাচতে দেখা গিয়েছিল। এ বার বড়পর্দা থেকে সরাসরি বাস্তবে সেই পোশাকের আবির্ভাব! দীপাবলির আগে নেটমাধ্যমে একটি পুরনো ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলার শাড়িতে আলো লাগানো রয়েছে। সেগুলি জ্বলছে, নিভছে।

শুক্রবার দীপাবলি। তার আগে আলো লাগানো এই শাড়ি ঘিরে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। @জার্নালিস্টরফি নামে এক টুইটার গ্রাহক সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমি নিশ্চিত দীপাবলিতে আপনি যে শাড়িই পরুন না কেন, অভিনব এই শাড়ির সঙ্গে তা পাল্লা দিতে পারবে না! অমিতাভ বচ্চনের পর আর কাউকে এমন পোশাক পরতে দেখিনি।’

Advertisement

এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে শরীরে তারা চমকাচ্ছে।’ আবার আর এক জন লিখেছেন, ‘দীপাবলিতে প্রদীপ জ্বালানোর কোনও প্রয়োজনই নেই।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement