Crime

ছাগল বাঁধা নিয়ে বচসা, উত্তরপ্রদেশে মহিলাকে রাস্তায় ফেলে পেটাল দুই কিশোরী

ঘটনাটি উত্তরপ্রদেশের আজমগড়ের কাঁশি রাম কলোনি এলাকার। অভিযুক্ত দুই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১২:১২
Share:

—প্রতীকী চিত্র।

ছাগল বাঁধা নিয়ে বচসার জেরে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল দুই কিশোরীর বিরুদ্ধে। মারধরের জেরে অচৈতন্য হয়ে রাস্তায় পড়ে যান ওই মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই কিশোরীকে। ঘটনাটি উত্তরপ্রদেশের আজমগড়ের কাঁশি রাম কলোনি এলাকার। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলাকে রাস্তার মধ্যে লাঠি দিয়ে মারধর করছে দুই কিশোরী। পাশে দাঁড়িয়ে অনেকে। একটা সময় মারধরের জেরে রাস্তায় পড়ে যান ওই মহিলা। সেই সময়ও তাঁকে মারধর করতে দেখা গিয়েছে দুই কিশোরীকে।

Advertisement

এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে তারা। অভিযুক্ত দুই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮, ৩২৩, ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement