Rape

তরুণীকে ধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢোকানোর অভিযোগে ধৃত প্রৌঢ়

পুলিশ জানিয়েছে, ধৃত ওই প্রৌঢ়ের নাম যোগীলাল রাহাংডালে। একটি সুতোকলের সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৬:০১
Share:

প্রতীকী ছবি।

এক তরুণীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচারের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ওই প্রৌঢ়ের নাম যোগীলাল রাহাংডালে। একটি সুতোকলের সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি। একটি ভাড়াবাড়িতে নিজের ভাইয়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। ওই বাড়িতেই আরও এক মহিলা এবং যোগীলালও থাকতেন।

অভিযোগ, গত ২১ জানুয়ারি তরুণীর ভাইয়ের সঙ্গে ওই মহিলা নিজেদের গ্রামে কিছু কাজের জন্য গিয়েছিলেন। তরুণী তখন বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে যোগীলাল তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। তরুণী চিত্কার করার চেষ্টা করলে তাঁর মুখে কাপড় গুঁজে দেন।

Advertisement

আরও পড়ুন: চিনে মৃত্যু ছাড়াল ১০০, করোনার হানা এ বার জার্মানিতেও

আরও পড়ুন: ‘জোর করে অশ্লীল ভিডিয়ো দেখাতেন’, গণেশ আচার্যের বিরুদ্ধে বিস্ফোরক মহিলা সহকর্মী

তরুণী পুলিশকে জানিয়েছেন, অচৈতন্য হয়ে পড়লে যোগীলাল তাঁকে ধর্ষণ করেন। তার পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেন। ঘটনার তিন দিন পর তরুণী গোটা ঘটনাটি তাঁর ভাইকে জানান। তার পর তাঁরা পুলিশের কাছে যোগীলালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার যোগীলালকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement