Crime in Odisha

নেপথ্যে পারিবারিক বিবাদ, তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার, মৃত্যু হল দুই শিশুর

রবিবার গভীর রাতে তিন সন্তানকে নিয়ে গ্রামের কুয়োয় ঝাঁপ দেন ওই মহিলা। ওই মহিলা এবং তাঁর বড় কন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার এক পুত্র এবং কন্যাসন্তানের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৬:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। মৃত্যু হয়েছে তাঁর দুই সন্তানের। ঘটনাটি ওড়িশার গঞ্জাম জেলার।

Advertisement

ওড়িশা টিভি সূত্রে খবর, রবিবার গভীর রাতে তিন সন্তানকে নিয়ে গ্রামের কুয়োয় ঝাঁপ দেন ওই মহিলা। সেই সময় পরিবারের বাকি সদস্যরা ঘুমোচ্ছিলেন। কুয়ো পড়ে যাওয়ার শব্দ শুনে ঘুম ভাঙে তাঁদের। ঘুম ভেঙে যায় পড়শিদেরও।

Advertisement

মহিলা এবং তাঁর বড় কন্যাকে উদ্ধার করা হয়েছে। তাঁদের আঘাত লেগেছে। মহিলার অন্য এক কন্যা এবং পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। তাদের দেহ পরে উদ্ধার করে দমকল বাহিনী। কী কারণে ওই মহিলা এই কাণ্ড ঘটালেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement