অবসাদে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী। গ্রাফিক: তিয়াসা দাস।
হঠাৎ অফিসে গিয়ে তিনি শুনতে পান চাকরিটা আর নেই। বাড়িতে আলোচনা করেও কোনও সুরাহা হয়নি। অবসাদে তলিয়ে যেতে যেতে তেলঙ্গানার ২৪ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী পোগাকু হরিণী আত্মহত্যার পথই বেছে নিলেন। বুধবার সকালে হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
তেলঙ্গানার মেহেবুবনগরের বাসিন্দা হরিণী ‘গোল্ডনে হিলস ক্যাপিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় গত দু’বছর ধরে চাকরি করেছেন। সম্প্রতি তাঁর অফিস জানিয়ে দেয়, চলতি মাসের ৩০ তারিখেই সংস্থা ছাঁটাই করবে বেশ কিছু কর্মীকে। চিঠি দিয়ে হরিণীকেও ওই দিনের পরে আর আসতে না করে দেওয়া হয়।
চিন্তিত তরুণী বাড়িতে তাঁর দাদার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। কিন্তু কোনও সমাধানসূত্র না পেয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতেই আত্মঘাতী হন তিনি। বুধবার সকালে রায়দুর্গম থানার পুলিস গিয়ে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে। নিকটবর্তী হাসপাতালে ময়নাতদন্তের জন্যে তাঁর দেহ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই হস্টেলের ঘরে হরিণীর সুইসাইড নোট পাওয়া গিয়েছে। হরিণী সেখানে লিখেছেন, তাঁর দেহ যেন দান করে দেওয়া হয়।
আরও পড়ুন:প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে নয়া সদস্য সাধ্বী প্রজ্ঞা, দেশবাসীর অপমান, তোপ কংগ্রেসের
আরও পড়ুন:রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!