Delhi Police

সহকর্মীর সামনে শ্বশুরকে একের পর এক চড় মহিলা সাব-ইনস্পেক্টরের! প্রকাশ্যে ভিডিয়ো

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১১:২৪
Share:

বাড়িতে ঢুকে শ্বশুরকে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। ছবি সৌজন্য টুইটার।

সহকর্মীর সামনে বৃদ্ধ শ্বশুরকে একের পর এক চড় মারার অভিযোগ উঠল দিল্লির পুলিশের এক মহিলা সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর লক্ষ্মীনগর এলাকায়। শ্বশুরকে মারধরের ভিডিয়ো সিসিটিভি ফু়টেজে ধরা পড়েছে। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে এক বৃদ্ধ বসে আছেন। সেখানে দুই মহিলা এবং এক জন পুলিশকর্মীও ছিলেন। কথাচলাকালীন হঠাৎই মহিলা সাব-ইনস্পেক্টর তাঁর সহকর্মীর সামনেই শ্বশুরকে মারতে শুরু করেন। সহকর্মী মধ্যস্থতা করার পর বিষয়টি থামে।

Advertisement

অভিযোগ, উত্তপ্ত বাদানুবাদের পরই শ্বশুরের উপর হামলা চালান মহিলা সাব-ইনস্পেক্টর এবং তাঁর মা। পুলিশ সূত্রে খবর, শ্বশুরবাড়ির সঙ্গে সাব-ইনস্পেক্টরের আইনি লড়াই চলছে। সেই ঘটনার জেরে এমন কাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত সাব-ইনস্পেক্টর দিল্লির ডিফেন্স কলোনি থানায় কর্মরত। সংবাদ সংস্থা এনএআই দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে হামলা চালানোর অভিযোগ দায়ের হয়েছে। বিভাগীয় তদন্তও হবে তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement