প্রতীকী ছবি।
স্বামীকে ছুরি দিয়ে খুন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন ৩৬ বছরের এক মহিলা। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন। শনিবার দিল্লির ছাতারপুর এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে ঘটেছে এই ঘটনা। সোমবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের থেকে ফোন পেয়ে দরজা ভাঙার পর গোটা বিষয়টি সামনে আসে।
ওই মহিলা স্বামীকে খুন করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নজরে এসেছিল এক প্রতিবেশীর। তার পর ওই বাড়ির মালিক এবং প্রতিবেশী ফোন করেন স্থানীয় থানায়। পুলিশ দরজা ভেঙে দেখে মৃত ব্যক্তির দেহ রক্তে ভেসে যাচ্ছে। দেওয়ালের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। ওই মহিলাও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
মহিলাকে পুলিশ উদ্ধার করে এমস হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এক পুলিশ অফিসার বলেছেন, ‘‘ওই দম্পতি একটি বিমা সংস্থায় কাজ করতেন। তাঁদের কোনও সন্তান নেই। তাঁদের বাড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হলেও ২০১৩ থেকে ছাতারপুরেই ভাড়া থাকতেন তাঁরা।’’ ঠিক কী কারণে এই খুন এবং কেনই বা স্বামীকে খুন করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল, তার উত্তর খুঁজছে পুলিশ।