Cobra

Cobra: মায়ের হাত ধরে নামছিল খুদে, সিঁড়ির গা ঘেঁষে যাচ্ছিল গোখরো! পা পড়তেই…

ঘটনাটি কর্নাটকের মান্ড্যর। গা শিউরে ওঠা এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৬:৪২
Share:

গোখরো নজরে আসার পরই ছেলেকে সরিয়ে নেন মহিলা। ছবি সৌজন্য টুইটার।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ছেলেকে বাঁচালেন মা। ছেলের হাত ধরে উঠোনে নামছিলেন ওই মহিলা। শেষ সিঁড়ির গা ঘেঁষে তখন চার ফুটের একটি গোখরো ধীর গতিতে এগোচ্ছিল। মহিলা বা তাঁর ছেলে কারওরই চোখে পড়েনি যে, সিঁড়ির নীচে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে।

Advertisement

শেষ সিঁড়ি নেমে উঠোনে পা দিতেই গোখরোর মাথার উপর পা পড়ছিল শিশুটির। কিন্তু তৎক্ষণাৎ মাথা সরিয়ে নিয়েছিল সাপটি। তখনও মহিলা এবং তাঁর ছেলের চোখে পড়েনি যে কী বড় বিপদ অপেক্ষা করেছিল তাঁদের জন্য। ছেলেটি উঠোনে নেমে ফের সিঁড়ির দিকে ঘুরতেই ছোবল মারার জন্য ফণা তোলে গোখরোটি।

সেই মুহূর্তে গোখরোটি মহিলার নজরে পড়তেই তিনি ছেলেকে টেনে সরিয়ে নেন। ঘটনাটি কর্নাটকের মান্ড্যর। গা শিউরে ওঠা এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement