Accident

প্রতিবেশীরা মারধর করেছিলেন, থানায় যাওয়ার পথে মহিলাকে পিষে দিল মারুতি ভ্যান

জয় দেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর পরিবারের সদস্যদের সন্দেহ এটি কোনও দুর্ঘটনা নয়। পরিকল্পিত খুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:১০
Share:

মহিলাকে পিষে দিল মারুতি ভ্যান। প্রতীকী ছবি।

প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন এক মহিলা। পথেই তাঁকে পিষে দিল একটি মারুতি ভ্যান। গুরুতর আহত তাঁরই সঙ্গী দুই মহিলা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জয় দেবী, সোনু প্রজাপতি, সুমিত বিশ্বকর্মা এবং অমিত বিশ্বকর্মা নামে চার জনকে মারধরের অভিযোগ ওঠে তাঁদেরই প্রতিবেশীদের বিরুদ্ধে। দু’পক্ষের ঝামেলার পর জয় দেবী কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান। বাড়ি থেকে দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে থানায় যাচ্ছিলেন জয় দেবী। তখনই তাঁদের পিছন থেকে একটি মারুতি ভ্যান এসে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয় দেবীর।

জয় দেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর পরিবারের সদস্যদের সন্দেহ এটি কোনও দুর্ঘটনা নয়। পরিকল্পিত খুন। জয় দেবী থানায় অভিযোগ জানানোর আগেই তাঁকে খুন করা হয়েছে বলে তাঁর বোন সাধনার অভিযোগ। তবে এই ঘটনার সঙ্গে জয় দেবীর প্রতিবেশীদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশ এটিকে দুর্ঘটনা বলেই মনে করছে।

Advertisement

পুলিশ সূত্রে কবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। মারুতি ভ্যানের চালককেও খোঁজা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement