পারিবারিক অশান্তি, তিন সন্তানকে বিষ খাইয়ে মেরে নিজেকেও শেষ করলেন মা

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম উসনা কৌসর। বেশ কয়েক বছর আগে আকিল নামে এক গাড়ির মিস্ত্রির সঙ্গে বিয়ে হয়েছিল উসনার। তাঁদের ৩ সন্তান। বড় সন্তানের বয়স ৭, আর ২মেয়ের বয়স ৪ এবং ২ বছর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৮:১৭
Share:

তিন সন্তানকে খুন করে আত্মঘাতী মা। প্রতীকী ছবি।

স্বামীর সঙ্গে অশান্তির জেরে ৩ সন্তানকে বিষ খাইয়ে খুনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাণ্ড্য জেলার মাদ্দুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম উসনা কৌসর। বেশ কয়েক বছর আগে আকিল নামে এক গাড়ির মিস্ত্রির সঙ্গে বিয়ে হয়েছিল উসনার। তাঁদের ৩ সন্তান। বড় সন্তানের বয়স ৭, আর ২মেয়ের বয়স ৪ এবং ২ বছর।

পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে প্রায় দিনই আশান্তি হত উসনার। বিষয়টি নিয়ে খুব বিচলিত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। তার পরই বাড়ি ছেড়ে চলে যান আকিল। স্বামী বেরিয়ে যাওয়ার পর ৩ সন্তানকে নিয়ে খেতে বসেছিলেন উসনা। তখনই সন্তানদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেন। সেই খাবার খেয়েই গুরুতর অসুস্থ হয়ে ৩ শিশুরই মৃত্যু হয়।

Advertisement

৩ সন্তানকে খুনের পর উসনা নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে অনেক সময় কেটে গেলও বাচ্চাগুলির কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁদের মধ্যে কয়েক জন উসনার বাড়িতে ঢুকতেই আঁতকে ওঠেন। তাঁরা দেখেন, ৩ শিশু নিথর হয়ে পড়ে রয়েছে। সামনে খাবারের থালা। আর গলায় দড়ি দিয়ে ঝুলছেন উসনা। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আকিলের খোঁজ পায়নি পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement