এক প্রৌঢ়াকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
চাষের জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন প্রৌঢ়া। সেখান থেকেই করিয়াম্মা নামে ওই মহিলাকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। পরে তাঁর আধখাওয়া দেহ উদ্ধার হল কাছের জঙ্গল থেকে। বেঙ্গালুরুর কাছে নেলামাঙ্গলা তালুকের ঘটনা। চিতাবাঘটিকে ধরার জন্য সক্রিয় হয়েছেন বনকর্মীরা। বেশ কয়েক জায়গায় ফাঁদও পাতা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করিয়াম্মা নেলামাঙ্গলা তালুকের কাম্বালুর বাসিন্দা। তিনি রবিবার সন্ধ্যায় চাষের জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই চাষের জমির কাছেই রয়েছে জঙ্গল। স্থানীয়দের দাবি, ওই জঙ্গলে প্রায়ই চিতাবাঘের আনাগোনা দেখা যায়। সম্প্রতি বেশ কয়েকটি কুকুর এবং গরু, ছাগলকে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। তার পরেই বন দফতরের তরফে ওই জঙ্গল এবং লাগোয়া এলাকায় যেতে বারণ করা হয়।
বন দফতরের এক কর্মী জানিয়েছেন, পোষ্য গরুর জন্য কৃষিজমিতে ঘাস কাটতে গিয়েছিলেন করিয়াম্মা। তখনই তাঁকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। তার পর মাথা থেকে বুক পর্যন্ত দেহের অংশ খেয়ে ফেলে সে। রাতেও যখন মহিলা বাড়ি ফেরেননি, তখন তাঁর পরিবারের লোকজন খুঁজতে বার হন। তখন জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় দেহাংশ। তার পরেই বন দফতরকে খবর দেন পরিবারের লোকজন। বনকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞেরা। বন দফতরের ওই কর্মী জানিয়েছেন, চিতাবাঘটিকে ধরার জন্য এলাকায় ২০টি খাঁচা বসানো হয়েছে।