—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় সিআরপিএফ এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন এক মহিলা মাওবাদী। তাঁকে ধরে দিতে পারলে আট লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। খুন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ধৃত মাওবাদীর নাম রিনা নারোটে ওরফে ললিতা। ‘টেলর টিম’-এর কমান্ডার ছিলেন তিনি। গড়চিরোলি ডিভিশনে মাওবাদীদের রসদ জোগানের দায়িত্বে ছিলেন রিনা। ৩৬ বছরের রিনা গড়চিরোলির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুন এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ রয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, পুনর্বাসনের জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে রিনাকে। কোনও মাওবাদী আত্মসমর্পণ করলে কেন্দ্র এবং রাজ্যের পুনর্বাসন নীতির অধীনে এই টাকা পান। মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২২ সাল থেকে গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ২৩ জন মাওবাদী।