Murder

বিবাহ-বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে খুন! প্রেমিকের সাহায্যে স্ত্রী দেহ ফেললেন সেপটিক ট্যাঙ্কে

৬ জুন থেকে নিখোঁজ ছিলেন সাগর। একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:০৫
Share:

ছবি: প্রতীকী

যুবককে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলার অভিযোগ। যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ঘটনা।

Advertisement

পুরকাজি থানার স্টেশন হাউস অফিসার জ্ঞানেশ্বর বোধ জানিয়েছেন, মৃতের নাম সাগর। তিনি মণ্ডল গ্রামের বাসিন্দা। তাঁকে খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী আশিয়া এবং স্ত্রীর প্রেমিক সুহেলকে।

৬ জুন থেকে নিখোঁজ ছিলেন সাগর। একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আধিকারিক জ্ঞানেশ্বর বলেন, ‘‘আশিয়া স্বীকার করেছেন যে, তিনি প্রেমিক সুহেলের সহায়তায় স্বামীকে খুন করেছেন। তার পর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন।’’ পুলিশকে জেরায় আশিয়া এ-ও জানিয়েছেন, তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী। সে কারণে খুন করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement