Crime

ছেলেকে খুন করেও লুকোতে পারলেন না গোপন প্রেম, পুলিশ স্বামীর কাছে নিজেই ধরা দিলেন স্ত্রী

ছেলের মুখ বন্ধ করতে তাকে ছাদ থেকে ছুড়ে ফেলে দেন জ্যোতি। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরের দিনই মৃত্যু হয় শিশুটির। সমস্যার শুরু হয় তার পর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৫
Share:

গ্রাফিক— সনৎ সিংহ।

গোপন প্রেমের কথা জেনে ফেলেছিল একরত্তি সন্তান। স্বামীর কাছে ধরা পড়ার ভয়ে মরিয়া হয়ে তাকে খুন করেছিলেন মা। ছাদ থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন তিন বছরের ছেলেকে। কিন্তু তার পরও শেষরক্ষা হল না। দিন কয়েকের মধ্যেই স্বামীকে নিজের দুষ্কর্মের কথা বলতে বাধ্য হলেন স্ত্রী।

Advertisement

অভিযুক্ত মহিলার নাম জ্যোতি রাঠৌর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তাঁর স্বামী ধ্যান সিংহ পুলিশকর্মী। জ্যোতি তাঁর কাছেই নিজের অবৈধ সম্পর্ক এবং সন্তানকে খুনের কথা খুলে বলেন। সেই বয়ান রেকর্ড করে স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই পুলিশকর্মীই। পাশাপাশি, স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। তদন্তের পর পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, জ্যোতির সঙ্গে তাঁর প্রতিবেশী উদয় ইন্দওলিয়ার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। শারীরিক ভাবেও নিয়মিত ঘনিষ্ঠ হতেন দু’জনে। সম্প্রতি ধ্যান নিজের একটি দোকানের উদ্বোধন করেন। গত ২৮ এপ্রিল ছিল ওই দোকানের উদ্বোধন অনুষ্ঠান। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন প্রতিবেশী উদয়ও। অনুষ্ঠানে ফাঁকেই তাঁকে সঙ্গে নিয়ে ছাদে চলে যান জ্যোতি। সেখানে ঘনিষ্ঠও হন দু’জনে। মায়ের পিছু নিয়ে সেখানে হাজির হয় জ্যোতির তিন বছরের সন্তানও। জ্যোতি এবং উদয়কে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সে।

Advertisement

ছেলের মুখ বন্ধ করতেই জ্যোতি তার তিন বছরের সন্তানকে ছুড়ে ফেলে দেন ছাদ থেকে। মাথায় গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরের দিনই মৃত্যু হয় শিশুটির। সমস্যার শুরু হয় তার পর।

পুলিশকে জ্যোতি জানিয়েছেন, ওই ঘটনার পরই রোজ রাতে ছেলেকে নিয়ে ভয়ের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। শেষে বাধ্য হয়েই নিজের দুষ্কর্মের কথা স্বামীর কাছে স্বীকার করেন তিনি। পুলিশ সম্প্রতিই জ্যোতি এবং তাঁর প্রেমিক উদয়কে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement