Attempt to commit rape case

শুনশান কামরায় ধর্ষণের চেষ্টা! বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন হায়দরাবাদের যুবতী

শুনশান কামরায় যুবতীকে ধর্ষণের চেষ্টা! বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন সেই যুবতী। হায়দরাবাদের ঘটনা। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবতী। অভিযোগ দায়ের হয়েছে রেলপুলিশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৪:২৬
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

শুনশান কামরায় যুবতীকে ধর্ষণের চেষ্টা! বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন সেই যুবতী। হায়দরাবাদের ঘটনা। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবতী। অভিযোগ দায়ের হয়েছে রেলপুলিশে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, পুলিশকে একটি বেসরকারি সংস্থার কর্মচারী ওই যুবতী জানিয়েছেন, গত ২২ মার্চ, শনিবার ঘটনাটি ঘটেছে। ট্রেনে মেডচল থেকে সেকেনদরাবাদে মোবাইল সারাতে যাচ্ছিলেন তিনি। ট্রেনের মহিলা কামরায় প্রথমে তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন। অলওয়াল স্টেশনে ওই দু’জন নেমে যান। তার পরেই এক অজ্ঞাতপরিচয় যুবক মহিলা কামরায় ওঠেন। তখন ওই কামরা ফাঁকা ছিল। তারই সুযোগ নিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুবতীর।

যুবতীর দাবি, ওই যুবকের বয়স বছর পঁচিশের কাছাকাছি। ট্রেনে উঠে তিনি প্রথমে যুবতীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তাতে যুবতী রাজি না-হওয়ার পরেই তিনি ধর্ষণের চেষ্টা করেন। তা থেকে বাঁচতেই তিনি ট্রেন থেকে ঝাঁপ দেন। মাথায়, হাতে, কোমরে গুরুতর চোট পেয়েছেন তিনি। স্টেশনে থাকা অন্য যাত্রীরাই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। যুবতী পুলিশকে জানিয়েছেন, আর এক বার দেখলেই অভিযুক্তকে চিহ্নিত করতে পারবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement