Chhattisgarh News

সাত বছরের মেয়ের গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দিলেন মা! অশান্তির পর আত্মঘাতী নিজেও

ছত্তীসগঢ়ে এক মহিলার বিরুদ্ধে নিজের সাত বছরের কন্যাকে খুন করার অভিযোগ উঠেছে। কন্যাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছেন তিনি। তার পর নিজেও আত্মঘাতী হয়েছেন গলায় দড়ি দিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০
Share:

ছত্তীসগঢ়ে কন্যাকে খুন করে আত্মঘাতী মা। —প্রতীকী চিত্র।

কন্যাকে খুন করে আত্মঘাতী হলেন মহিলা। স্বামীর সঙ্গে অশান্তির পর তিনি এই পদক্ষেপ করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মা এবং সাত বছরের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ছত্তীসগঢ়ের সরগুজা জেলার কুন্নি গ্রামের। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম মীনা গুপ্ত। তাঁর স্বামী গ্রামেরই একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। শুক্রবার সকালে ওই স্কুলের সামনের গাছ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল মহিলার। তাঁদের সম্পর্কে আগেই ফাটল ধরেছে। এমনকি, আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলাও চলছে। তার জেরে মহিলা মানসিক অশান্তির মধ্যে ছিলেন। বৃহস্পতিবার কন্যাকে সঙ্গে নিয়েই তিনি স্বামীর স্কুলে গিয়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কোনও বিষয়কে কেন্দ্র করে স্বামীর সঙ্গে আবার ঝগড়া হয় তাঁর। ওই দিন স্কুল ছুটির পর মহিলার স্বামী বাড়ি ফিরলেও সন্তানকে নিয়ে তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কী নিয়ে স্বামীর সঙ্গে ওই মহিলার ঝামেলা চলছিল, ঘটনার আগের দিন তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছিল, কেনই বা সন্তানকে মেরে ফেললেন মহিলা, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলার স্বামী এবং অন্য গ্রামবাসীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement