এক সঙ্গে পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা!

একটা নয়, দু’টো নয়, একেবারে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন রাইপুরের এক মহিলা। আহ্লাদে আটখানা শিশুদের বাবা-মা থেকে হাসপাতালের স্টাফরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৭:১০
Share:

একটা নয়, দু’টো নয়, একেবারে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন রাইপুরের এক মহিলা। আহ্লাদে আটখানা শিশুদের বাবা-মা থেকে হাসপাতালের স্টাফরাও। নার্সরা তো ওই শিশুদের ‘ফাইভ স্টার বেবি’স বলেও ডাকতে শুরু করেছেন। তবে চিকিত্সকরা জানিয়েছেন, শিশুগুলি আন্ডারওয়েট হওয়ার জন্য এনআইসিইউ-তে রাখা হয়েছে। মনিতা কুমারী, রাইপুরের বাসিন্দা, ২০১৪-য় প্রথম সন্তানের জন্ম দেন। কিন্তু প্রিম্যাচিওর হওয়ার কারণে শিশুটি মারা যায়। এ বার প্রিম্যাচিওর শিশুর জন্ম দিয়েছেন সরিতাদেবী। একটা বা দু’টো নয়, একসঙ্গে পাঁচটা। আর সে কারণেই ভয় পাচ্ছেন সরিতাদেবীর স্বামী এবং চিকিত্সকরা। আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? তবে চিকিত্সকরা জানিয়েছেন, এ রকম একসঙ্গে পাঁচটি প্রিম্যাচিওর বেবি ভারতে খুবই বিরল ঘটনা। তিনটে প্রিম্যাচিওর শিশুর জন্মের ঘটনা শোনা গিয়েছে। সরিতাদেবীর ক্ষেত্রে বিষয়টি প্রথম।

Advertisement

আরও পড়ুন...

হোমওয়ার্ক না করায় শিশুকে ধর্ষণ করলেন শিক্ষক!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement