একটা নয়, দু’টো নয়, একেবারে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন রাইপুরের এক মহিলা। আহ্লাদে আটখানা শিশুদের বাবা-মা থেকে হাসপাতালের স্টাফরাও। নার্সরা তো ওই শিশুদের ‘ফাইভ স্টার বেবি’স বলেও ডাকতে শুরু করেছেন। তবে চিকিত্সকরা জানিয়েছেন, শিশুগুলি আন্ডারওয়েট হওয়ার জন্য এনআইসিইউ-তে রাখা হয়েছে। মনিতা কুমারী, রাইপুরের বাসিন্দা, ২০১৪-য় প্রথম সন্তানের জন্ম দেন। কিন্তু প্রিম্যাচিওর হওয়ার কারণে শিশুটি মারা যায়। এ বার প্রিম্যাচিওর শিশুর জন্ম দিয়েছেন সরিতাদেবী। একটা বা দু’টো নয়, একসঙ্গে পাঁচটা। আর সে কারণেই ভয় পাচ্ছেন সরিতাদেবীর স্বামী এবং চিকিত্সকরা। আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? তবে চিকিত্সকরা জানিয়েছেন, এ রকম একসঙ্গে পাঁচটি প্রিম্যাচিওর বেবি ভারতে খুবই বিরল ঘটনা। তিনটে প্রিম্যাচিওর শিশুর জন্মের ঘটনা শোনা গিয়েছে। সরিতাদেবীর ক্ষেত্রে বিষয়টি প্রথম।
আরও পড়ুন...
হোমওয়ার্ক না করায় শিশুকে ধর্ষণ করলেন শিক্ষক!