—প্রতীকী ছবি।
প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল তরুণীর। তাঁকে নিয়ে গাড়িতে চেপে হাসপাতালে যাচ্ছিলেন স্বামী এবং তাঁর পরিবারের লোকজন। পথে দুর্ঘটনায় প্রাণ হারান তরুণীর স্বামী-সহ আরও এক আত্মীয়। হাসপাতালে ভর্তি করানো হয় তরুণীকে। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিলেন তরুণী। দু’জনেই সুস্থ রয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মহেন্দ্র মেওয়াড়া এবং সতীশ মেওয়াড়া। গাড়ি চালাচ্ছিলেন তরুণীর স্বামী মহেন্দ্র। পাশে বসে ছিলেন তাঁর আত্মীয় সতীশ। মঙ্গলবার রাতে বাবলির প্রসবযন্ত্রণা শুরু হয়। তাঁকে গাড়িতে চাপিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী মহেন্দ্র, সতীশ এবং মহেন্দ্রের মা। ভোপালের হালালপুরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি। তার জেরে উল্টে যায়। গাড়িতে সওয়ার সকলেই গুরুতর আহত হন।
স্থানীয়েরা ছুটে এসে গাড়ির সওয়ারিদের হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকেরা মহেন্দ্র এবং সতীশকে মৃত বলে ঘোষণা করেন। ওই রাতেই কন্যাসন্তানের জন্ম দেন বাবলি। দু’জনেই এখন সুস্থ রয়েছেন।