Pushpa 2: The Rule

অল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হায়দরাবাদে

অর্জুন আসছেন, খবর পেয়েই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১০:৫৮
Share:

(বাঁ দিকে) আহত এক দর্শককে উদ্ধারের চেষ্টায় পুলিশ। অভিনেতা অ্ল্লু অর্জুন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। রাত সাড়ে ১০টা নাগাদ অর্জুন আসছেন, খবর পেয়েই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলারই ন’বছরের পুত্র। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেবতী। তিনি স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেবল সিনেমা নয়, অর্জুন এবং ওই সিনেমার অন্য কলাকুশলীদের দেখতেই হায়দরাবাদ শহরের প্রেক্ষাগৃহটিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পরিস্থিতি সামলাতে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু অল্লু এসে গিয়েছেন, এমন খবর পেয়েই অভিনেতাকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশের পক্ষেও পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি। পরে পুলিশি পাহারায় প্রেক্ষাগৃহ থেকে বেরোন অর্জুন। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে তিনি গাড়ি চলাচলের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement