Delhi Road Accident

রাজধানীর সড়কে দুর্ঘটনা, দু’টি চলন্ত ট্রাকের ধাক্কায় মৃত দিল্লির তরুণী

রবিবার রাতে চাঁদগিরাম আখারা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ১০:০০
Share:

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি। —ছবি: সংগৃহীত।

রবিবার রাতে দিল্লির সড়কে দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মারা যান ২২ বছর বয়সি এক তরুণী। রবিবার রাত ১২টা নাগাদ দিল্লির চাঁদগিরাম আখারা এলাকায় ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে চাঁদগিরাম আখারা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। একই রাস্তা দিয়ে দু’টি ট্রাক তীব্র গতিতে ছুটে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ দেখে ট্রাক দু’টির মাঝে আটকে রয়েছে গাড়িটি। গাড়ির চালকের আসনে মৃত অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনাটি কী ভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement