হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই মহিলার। প্রতীকী ছবি।
পণের দাবি না মেটানোয় মহিলাকে জোর করে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলি এলাকার। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আঞ্জুম (২৫) নামের এক মহিলা। গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে বয়ান দিয়েছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, পণ হিসাবে নগদ আড়াই লক্ষ টাকা এবং একটি গাড়ির দাবি করেছিল তাঁর শ্বশুরবাড়ি। তা না দেওয়াতেই জোর করে তাঁকে অ্যাসিড খাওয়ানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি এই ঘটনার কথা প্রথম জানতে পারেন মহিলার বাপের বাড়ির সদস্যরা। সেই সময় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই মহিলাকে। পরে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৬ বছর আগে ইলিয়াস নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। ১৫ দিন আগে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেই সময় পণের কথা জানিয়েছিলেন। পরে শ্বশুরবাড়িতে ফিরে যান ওই মহিলা। পরিবারের অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের গ্রেফতার করা হয়নি।