শশী তারুর। ফাইল চিত্র।
সমাজমাধ্যমে কংগ্রেস নেতা শশী তারুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন এক মহিলা। তার পরই সেই ছবি নিয়ে বিদ্রুপ করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। ছবিটি সরিয়ে নিতে বাধ্য হন ওই মহিলা। ওই মহিলার পাশে দাঁড়িয়ে এ বার সমালোচকদের একহাত নিলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী।
টুইট করে বিদ্রুপকারীদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারুর। ওই মহিলার পাশে দাঁড়িয়ে তিনি জানান, একটি সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ওই মহিলাও। সেখানে সকলের আবদার মেটাতে প্রায় ৫০ জনের সঙ্গে ছবি তোলেন তিনি। ওই মহিলা তাঁদের মধ্যে অন্যতম।
ওই মহিলাও সোমবার সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে বলেন, “এই ছবির সঙ্গে রাজনীতি বা ব্যক্তিগত কোনও কিছুর সম্পর্ক ছিল না। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম, এই ছবিটিকে নিয়ে কেউ কেউ নোংরা কথা বলছেন।” ওই মহিলাকে সমর্থন জানিয়ে শশী বলেন, “একটা ছোট মেয়েকে নিরীহ একটা ছবির জন্য এ ভাবে অপমানিত হতে হল।”