beggar

Rich Beggar: রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন, সেই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল লাখ লাখ টাকা!

সকাল হলেই রাস্তায় বেরিয়ে পড়তেন ভিক্ষা করতে। কেউ দিতেন, কেউ আবার মুখও ফিরিয়ে নিতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৯
Share:

সেই মহিলা।

যাঁকে ভিখারি ভেবে আপনি খুচরো পয়সা দিলেন, পরে জানতে পারলেন সেই ব্যক্তি আপনার চেয়ে ধনী! কেমন হবে বিষয়টা? মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এমনই এক মহিলার খোঁজ মিলেছে সম্প্রতি।

খান্ডোয়ার কোতোয়ালি থানার পাশেই ডেরা বেঁধেছিলেন ওই মহিলা। উস্কোখুস্কো চুল, শতচ্ছিন্ন কাপড়। সকাল হলেই রাস্তায় বেরিয়ে পড়তেন ভিক্ষা করতে। কেউ দিতেন, কেউ আবার মুখও ফিরিয়ে নিতেন। সারা দিন ভিক্ষা করে ফের থানার পাশে থাকা একটা অব্যবহৃত ট্রেকারের নীচে বিছানা পেতে শুয়ে পড়তেন।

Advertisement

জানা গিয়েছে, মহিলার নাম শীলা জোশী। খান্ডোয়ার বিএসএনএল-এর পদস্থ কর্মী ছিলেন। ২০০৫-এ অবসর নেন।

কিন্তু তাঁর এ রকম হাল হল কেন? সম্প্রতি মহিলার ছেলে অরবিন্দ তাঁর মায়ের খোঁজ পেয়েই খান্ডোয়ায় আসেন। তিনি জানিয়েছেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন। জানা গিয়েছে, মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রায় সাড়ে সাত লক্ষ টাকা রয়েছে। এ ছাড়াও রয়েছে আরও সম্পত্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement