Rajdhani Express

মাদক খাইয়ে ছাত্রীর ‘শ্লীলতাহানি’ রাজধানী এক্সপ্রেসে

মঙ্গলবার রাতে, টুইটে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন ‘নিগৃহীত’ ছাত্রীর এক আত্মীয়া। তাতেই ওই ঘটনা প্রকাশ্যে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ১৭:৩৬
Share:

রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির অভিযোগ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মাদক মেশানো আইসক্রিম খাইয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল নয়াদিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে। টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীর বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন ছাত্রী। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার রাতে, টুইটে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন ‘নিগৃহীত’ ছাত্রীর এক আত্মীয়া। তাতেই ওই ঘটনা প্রকাশ্যে আসে। টুইটে ওই মহিলা অভিযোগ করেন, ‘টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী যৌথ ভাবে তরুণীর শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। তাঁকে মাদক মেশানো আইসক্রিমও খাওয়ানো হয়েছিল। কোনও এফআইআর ছাড়াই এমন অভব্য কর্মীদের বিরুদ্ধে রেলের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এরা অন্য কোনও যাত্রীর সঙ্গেও অশালীন আচরণ করবে। যিনি এর শিকার হয়েছেন তিনি ছাত্রী। তাঁর আশঙ্কা, আইনি জটে জড়িয়ে পড়লে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে।’ যদিও, এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। এই টুইটের সঙ্গে রেলমন্ত্রীকেও ট্যাগ করা হয়।

টুইটের উত্তর দিয়েছে আইআরসিটিসির ইস্টার্ন জোন। তারা লিখেছে, ‘এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। এর প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।’

Advertisement

আরও পড়ুন: হুয়ায়েই ভারতে বাধা পেলে, ভারতীয় সংস্থাও ব্যবসা করতে পারবে না চিনে, হুমকি বেজিংয়ের​

রেলের রাঁচি ডিভিশনও এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুন: কাশ্মীরে কি বিক্ষোভ শুরু? শ্রীনগরে পুলিশের তাড়া খেয়ে বিক্ষোভকারীর মৃত্যু, গ্রেফতার ১০০​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement