Crime

প্রেমিকাকে নিয়ে পালিয়েছে পুত্র, কর্নাটকে মহিলাকে বিবস্ত্র করে, বেঁধে মারধর

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। এই সম্পর্কের কথা জানতে পেরেছিল তরুণীর পরিবার। তাই তাঁকে সব সময় নজরে রাখা হত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৩
Share:

প্রতীকী ছবি।

প্রেমিকাকে নিয়ে এক যুবক পালিয়ে যাওয়ায় তাঁর মাকে বিবস্ত্র করে, খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল তরুণীর পরিবারের বিরুদ্ধে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলগাভিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। এই সম্পর্কের কথা জানতে পেরেছিল তরুণীর পরিবার। তাই তাঁকে সব সময় নজরে রাখা হত। কিন্তু রবিবার ওই যুবক এবং তরুণী বাড়ি থেকে পালিয়ে যান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে তরুণীর পরিবার। তার পরই যুবকের বাড়িতে চড়াও হন তরুণীর পরিবারের সদস্যরা।

অভিযোগ, যুবকের মাকে টানতে টানতে ঘর থেকে বার করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘ছেলে কোথায়’। মহিলা এ প্রসঙ্গে কিছু বলতে না পারায় তাঁকে প্রথমে বিবস্ত্র করা হয়। তার পর বাড়ির সামনে একটি খুঁটিতে বেঁধে রেখে শুরু হয় বেধড়ক মারধর। মহিলা কাকুতি মিনতি করেও রেহাই পাননি। শুধু তাই-ই নয়, হামলাকারীদের হাত থেকে মহিলাকে বাঁচাতে কেউ এগিয়েও আসেননি। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে জেলা প্রশাসন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছেও পৌঁছয়। তিনি তৎক্ষণাৎ অভিযুক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, “শুধু বেলগাভি নয়, আমাদের সরকার সর্বত্র কঠোর। যে অপরাধই হোক না কেন, আমরা অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কয়েক জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত মহিলার সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement