প্রতিনিধিত্বমূলক ছবি।
উত্তরপ্রদেশের বহরাইচে এখনও নেকড়ের আতঙ্ক কাটেনি। সোমবার দলের পঞ্চম নেকড়েটিকে বন দফতর ধরতে পারলেও এখনও অধরা আরও একটি। সেখানে নেকড়ের আতঙ্কে ত্রস্ত গোটা জেলা। তার মধ্যেই এ বার মধ্যপ্রদেশে নেকড়ের হামলার ঘটনা প্রকাশ্যে এল। সেই সঙ্গে বাড়ল আতঙ্কও।
জানা গিয়েছে, রাজ্যের শিহোর জেলায় লোকালয়ে ঢুকে হামলা চালাচ্ছে নেকড়ে। সোমবার সন্ধ্যায় নেকড়ের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। রাস্তার ধারে বসে গল্প করছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় সেখানে নেকড়েটি চলে আসে। প্রাণীটিকে দেখে প্রথমে তাঁরা ভয় পেয়ে যান। লাঠি, ইট নিয়ে নেকড়েটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। আচমকাই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে নেকড়ে। দু’জনকেই কামড় দেয় সেটি।
তাঁদের মধ্যে এক জন নেকড়ের পা ধরে হ্যাঁচকা টান মারেন। তার পর সেটিকে দূরে ছুঁড়ে ফেলেন। পাল্টা হামলার শিকার হয়ে নেকড়েটি পাশের জঙ্গলে ঢুকে পড়ে। লোকালয়ে নেকড়ের হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে খবর, আহতেরা হলেন, শ্যাম যাদব এবং নর্মদা যাদব। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নেকড়ের খোঁজে বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে।