প্রতীকী ছবি।
পেশায় অটোচালক। কিন্তু ইচ্ছে, বড় রাঁধুনি হওয়া। সেই লক্ষ্যেই ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। ঠিক তার পরেই ভাগ্য বদল। বাম্পার লটারিতে ২৫ কোটি টাকা জিতলেন কেরলের ওই বাসিন্দা।
শনিবার ওনাম বাম্পার লটারি কেটেছিলেন শ্রীবরাহমের অনুপ। রবিবার লটারির ফল কী হল, তা জানতেও ইচ্ছে করেনি তাঁর। কিন্তু ফল ঘোষণার পরেই তাঁর মোবাইলে বাম্পার লটারি জেতার বার্তা আসে। অনুপের কথায়, ‘‘জানি জিতব না। তাই, টিভিই চালাইনি। পরে ফোনে একটা মেসেজ এল। দেখলাম, আমি নাকি জিতে গিয়েছি। আমার বিশ্বাস করতে পারছিলাম না। স্ত্রীকেও দেখিয়েছি।’’ অনুপ জানান, পরে এক ভদ্রমহিলা তাঁকে ফোন লটারি জেতার সুখবর দেন।
২৫ কোটি টাকার লটারি জিতলেও হিসাব মতো কেটেকুটে ১৫ কোটি টাকা হাতে পাবেন অনুপ। তিনি বলেন, ‘‘ব্যাঙ্ককে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার আর লোনের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না। এই টাকা দিয়ে পরিবারের জন্য আগে একটা বাড়ি বানাব। তার পর সব কিছু।’’
অনুপ জানান, লটারির টিকিট কিনতে গিয়ে প্রথমে অন্য একটি টিকিট হাতে তুলেছিলেন তিনি। কিন্তু পরে তাঁর কী মনে হল, হাতের টিকিটটি রেখে আর একটি টিকিট কেনেন। সেই টিকিটই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। তিনি বলেন, ‘‘গত ২২ বছর ধরে লটারি খেলছি। কখনও পাঁচশো-সাতশো, খুব বেশি হলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জিতেছি।’’