Murder

Murder: দশ বছরের ছোট প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে গ্রেফতার মহিলা

অভিযুক্ত মহিলার নাম জীবা কুরেশি। বয়স ৪০এর কিছু বেশি। তাঁর স্বামী, ৪৭ বছরের মইনুদ্দিন কুরেশিকে  গত ১৭ মে রাত দশটার সময় খুন করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১০:১০
Share:

প্রতীকী ছবি।

তিন সন্তানের মা বছর চল্লিশের এক মহিলা তাঁর স্বামীর হাতে থেকে মুক্তির উপায় খুঁজছিলেন। পেয়েও গেলেন। ফেসবুকে আলাপ হওয়া প্রেমিক এবং এক ভাড়াটে খুনির সাহায্য নিয়ে স্বামীকে খুন করালেন তিনি। মধ্য দিল্লির দরিয়াগঞ্জের এই খুনের ঘটনায় ওই মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।অভিযুক্ত মহিলার নাম জীবা কুরেশি। বয়স ৪০এর কিছু বেশি। তাঁর স্বামী, ৪৭ বছরের মইনুদ্দিন কুরেশিকে গত ১৭ মে রাত দশটার সময় খুন করা হয়। দিল্লির দরিয়াগঞ্জে খালসা স্কুলের ৩ নম্বর গেটের বাইরে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় জীবা ছাড়াও গ্রেফতার হয়েছেন শোয়েব নামে ২৯ বছরের এক যুবক। তিনি উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত দু’বছর ধরে এই শোয়েবের সঙ্গেই সম্পর্কে ছিলেন জীবা। শোয়েবের সাহায্য নিয়েই ৬ লক্ষ টাকা দিয়ে এক ভাড়াটে খুনিকে স্বামীকে খুনের সুপারি দিয়েছিলেন জীবা। পুলিশ সেই ভাড়াটে খুনিকেও গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম বিনীত গোস্বামী। বয়স ২৯।

Advertisement

দুই পুত্র এবং এক কন্যা সন্তানের মা জীবা। পুলিশকে তিনি জানিয়েছেন, অশান্তির সংসারে স্বামীর থেকে রেহাই চাইছিলেন বহুদিন ধরেই। অন্য কোনও পুরুষকে ভালবেসে আলাদা সংসার করার কথাও ভেবেছেন বহুবার। বয়সে প্রায় ১১ বছরের ছোট শোয়েবের সঙ্গে জীবার ফেসবুকে আলাপ হয় বছর দুই আগে। সম্পর্ক গাঢ় হলে শোয়েবকে বিয়ে করার কথা বলেন তিনি। একই সঙ্গে স্বামীকে খুন করার জন্য শোয়েবকে একরকম জোর করেই রাজিও করান।

শোয়েব ওষুধের ব্যবসা করেন। তিনিও বিবাহিত। চার বছরের একটি সন্তান রয়েছে শোয়েবের। জীবার কথাতেই তিনি যোগাযোগ করেন বিনীতের সঙ্গে। মধ্য দিল্লির ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান জানিয়েছেন, মইনুদ্দিনকে হত্যা করার জন্য প্রয়োজনীয় জরুরি তথ্য তাঁদের সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবাই। নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ‘অ্যাবাউট’-এর জায়গায় সেই তথ্য লিখে রাখতেন জীবা। যা দেখে মইনুদ্দিনের গতিবিধি জানতে পারতেন খুনি। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর গত ১৭ মে সফল হন তাঁরা।

Advertisement

পুলিশ জানিয়েছে একটি চুরি করা বাইকে চেপে এসেছিল খুনি। খুন করার জন্য ব্যবহার করেছিল দেশি বন্দুক। মইনুদ্দিনকে খুন করার পর চুরি যাওয়া বাইকটি ফেলে রেখেই চম্পট দেয় খুনি। ওই বাইকের সূত্র ধরেই প্রথমে বিনীত এবং তার পরে শোয়েব এবং জীবাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বিনীত ছাড়াও শোয়েবের পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে। তিনটি মামলায় পুলিশের খাতায় নাম রয়েছে শোয়েবের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement