Divorce

স্বামীকে ‘নারী’ বলে অপমান করা স্ত্রীর নিষ্ঠুর আচরণের ফল, বিবাহবিচ্ছেদের অনুমতি দিল আদালত

হাই কোর্টের মন্তব্য, ‘‘কোনও সম্পর্ক অর্ধ-সত্য, অর্ধ-মিথ্যা, অর্ধ-সম্মান এবং অর্ধ-বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই মামলায় ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটাতে পারেন মামলাকারী স্বামী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২
Share:

জনসমক্ষে স্বামীকে ‘নারী’ বলে মন্তব্য স্ত্রীর অমানবিক মানসিকতার ফসল: হাই কোর্ট। —ফাইল ছবি।

জনসমক্ষে স্বামীকে ‘নারী’ বলে মন্তব্য করা স্ত্রীর অমানবিক মানসিকতার ফসল। স্বামীকে তাঁর অফিসে গিয়ে প্রকাশ্যে ওই মন্তব্য করতে পারেন না স্ত্রী। ওই মন্তব্য কোনও পুরুষের কাছে যথেষ্ট অপমানজনক। একটি বিবাহবিচ্ছেদের মামলার পর্যবেক্ষণে এমনই জানাল দিল্লি হাই কোর্ট। আদালত ওই স্বামী এবং স্ত্রীকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে। আদালতের মন্তব্য, ‘‘একে অপরের প্রতি সম্মান না দেখালে স্বামী-স্ত্রীর সম্পর্ক দাঁড়িয়ে থাকতে পারে না।’’

Advertisement

বিবাহবিচ্ছেদের মামলায় দিল্লি হাই কোর্টে এক স্বামীর অভিযোগ, স্ত্রী তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ করেছেন। অফিসে গিয়ে সহকর্মীদের সামনে ‘নারী’ বলে মন্তব্য করেছেন। আদালতের পর্যবেক্ষণ, ‘নারী’ সম্বোধন যে কোনও পুরুষের পক্ষে অপমান। বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ জানায়, একটি বিবাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং সম্মান। এ ক্ষেত্রে স্ত্রী তা বজায় রাখতে পারেননি। কোনও ব্যক্তি নিজের স্ত্রীর কাছে থেকে এই ধরনের অসম্মানজনক আচরণ সহ্য করা উচিত নয়।

ওই দম্পত্তির বিবাহবিচ্ছেদের অনুমতি দেয় আদালত। বিবাহবিচ্ছেদের জন্য পর্যাপ্ত কারণ রয়েছে বলে মনে করে আদালত। বিচারপতি কাইতের পর্যবেক্ষণ, ‘‘স্বামীর বিরুদ্ধে তাঁর স্ত্রীর একাধিক অশালীন মন্তব্য আদালত ভাল চোখে দেখছে না। কোনও স্ত্রীর এই ধরনের বেপরোয়া, মানহানিকর, অপমানজনক মন্তব্য স্বামীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। এটা অমানবিকতার পরিচয়।’’ হাই কোর্টের মন্তব্য, ‘‘যে কোনও সফল বৈবাহিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর নির্মিত হয়। কোনও সম্পর্ক অর্ধ-সত্য, অর্ধ-মিথ্যা, অর্ধ-সম্মান এবং অর্ধ-বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই এই মামলায় ছ’বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটাতে পারেন মামলাকারী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement