Yogi Adityanath

UP Assembly Election 2022: রাজি নন খোদ রামলালা, অযোধ্যা থেকে তাই নাকি ভোটে লড়ছেন না যোগী!

রাম মন্দির নির্মাণের জন্য বহু পরিকাঠামো প্রকল্প শুরু হয়েছে। অনেকের ঘরবাড়ি, দোকান ভাঙা হয়েছে। এই বিক্ষুব্ধ অংশ যোগীর বিরোধিতা করছে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ০৫:৫০
Share:

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

অযোধ্যা থেকে লড়বেন মনস্থ করেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসন্ন বিধানসভা ভোটে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছেন গোরক্ষপুর থেকে। রামলালা মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস দাবি করছেন, তিনিই যোগী আদিত্যনাথকে বারণ করেছিলেন অযোধ্যা থেকে দাঁড়াতে। তাঁর দাবি, এ বিষয়ে রামলালার সঙ্গে কথা হয়ে গিয়েছিল তাঁর!

Advertisement

সত্যেন্দ্র দাসের বক্তব্য, “অযোধ্যা থেকে দাঁড়ালে অনেক বেশি বিরোধিতার মুখে পড়তে হত যোগীকে। তিনি যে অযোধ্যা থেকে লড়ছেন না, এটা খুবই ভাল হয়েছে। আমি তাঁকে আগেই বলেছিলাম এখান থেকে না দাঁড়িয়ে গোরক্ষপুর থেকে দাঁড়াতে। আমি রামলালাকে বিষয়টি জানিয়ে তার পরে ওঁকে এ কথা বলেছি।” প্রধান পুরোহিতের বক্তব্য, রাম মন্দির নির্মাণের জন্য বহু পরিকাঠামো প্রকল্প শুরু হয়েছে। অনেকের ঘরবাড়ি, দোকান ভাঙা হয়েছে। এই বিক্ষুব্ধ অংশ যোগীর বিরোধিতা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement