Coronavirus

জনসমাগমে রাশ টানতে ১৮ দিন অপেক্ষা কেন, দিল্লি সরকারকে প্রশ্ন আদালতের

দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। সেই কথা উল্লেখ করেই দিল্লি সরকারকে হাত গুটিয়ে বসে থাকার কথা তুলেছে আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৬:১০
Share:

ফাইল চিত্র।

‘‘১৮ দিন অপেক্ষা করলেন কেন?’’ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যার পরিবর্তন নিয়ে দিল্লি সরকারকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। ১ নভেম্বর থেকে দিল্লি সরকার ৫০ জনের বদলে দিল্লিতে বিয়েবাড়িতে ২০০ জন আমন্ত্রিতকে এক জায়গায় হওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়়তে থাকায় নতুন করে নিয়ম পাল্টে মঙ্গলবার থেকে ফের ৫০ জনে সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। তাহলে এই ক’দিন কেন অপেক্ষা করা হল? সেই প্রশ্নই তুলেছে আদালত।

Advertisement

কটাক্ষের সুরে আদালত জানিয়েছে, ‘‘নভেম্বরের ১ তারিখেই আপনারা বুঝেছিলেন, হাওয়া কোনদিকে বইছে। আজ আপনাদের আমরা কয়েকটি প্রশ্ন করেছি বলে আপনারা নিয়ম পাল্টালেন। কিন্তু এটা তো আগেই করা উচিত ছিল। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখন আপনাদের ঘুম ভাঙেনি কেন? ’’

দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। সেই কথা উল্লেখ করেই দিল্লি সরকারকে হাত গুটিয়ে বসে থাকার কথা তুলেছে আদালত। বলেছে, ‘‘কেন সিদ্ধান্ত নিতে ১৮ নভেম্বর পর্যন্ত সময় লাগল সরকারের? আপনারা জানেন এই সময়ের মধ্যে কতজনের প্রাণ গিয়েছে?’’

Advertisement

আরও পড়ুন: মেট্রোতে এ বার মহিলা-শিশুদেরও লাগবে না ই-পাস

বুধবার দিল্লিতে নতুন করে ৭৪৮৬ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১৩১ জনের। এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা হিসেবে যা সর্বোচ্চ। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০৩,০৮৪ জন, যার মধ্যে অ্যাক্টিভ কেস ৪২, ৪৫৮। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯৪৩ জনের। দিল্লিতে মৃত্যু হার রয়েছে ১.৫৮ শতাংশ, যেখানে সুস্থতার হার ৮৯.৯ শতাংশ। দিল্লির সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ এসেছে দিল্লিতে।

আরও পড়ুন: আদালতের নির্দেশ মেনে ছটপুজোর আবেদন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা বার্তাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement