মিড-ডে মিল। —প্রতিনিধিত্বমূলক ছবি।
মিড-ডে মিলে পড়ুয়াদের জন্য বরাদ্দ থাকে ডিম। কিন্তু তা সত্ত্বেও খাবারের পাতে ডিম পড়েনি কেন, সেই প্রশ্ন করতে ঝাঁটার মার জুটল পঞ্চম শ্রেণির পড়ুয়ার। ঘটনাটি তামিলনাড়ুর একটি স্কুলের। সেই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সূত্রে খবর, স্কুলের রাঁধুনি লক্ষ্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গী মুনিয়াম্মালকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তামিলনাড়ু সরকার প্রতিটি সরকারি স্কুলে দুপুরে খাবারের পাতে ডিম বাধ্যতামূলক করেছে। কিন্তু তার পরেও রাজ্যের তিরুভান্নামালাই জেলার পোলুরের কাছে একটি গ্রামে সরকারি স্কুলে পড়ুয়াদের ডিম না দেওয়ার অভিযোগ উঠেছে। কেন পাতে ডিম পড়ছে না, এই অভিযোগ তোলে স্কুলেরই এক পড়ুয়া। রাঁধুনির কাছে জিজ্ঞাসা করতে যায় সে। রাঁধুনি লক্ষ্মী তখন ওই পড়ুয়াকে এই কৈফিয়ত চাওয়ার জন্য ঝাঁটা দিয়ে মারধর করেন বলে অভিযোগ।
সমাজকল্যাণ দফতরের কমিশনার আর লিলি জানিয়েছেন, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ঘুরছে। ইতিমধ্যেই ওই রাঁধুনি এবং তাঁর সঙ্গীকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী ঘটেছে, কেন ডিম দেওয়া হচ্ছিল না, তা খতিয়ে দেখা হচ্ছে।