Merchant Navy Officer Murder

‘আমাদের কাছে থাকবে’, সৌরভ রাজপুত হত্যার পর কন্যা পিহুকে নিয়ে লড়াই শুরু দুই পরিবারের

গত ৪ মার্চ সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লের বিরুদ্ধে। দেহ টুকরো করে ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেন তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১১:৪৫
Share:

(বাঁ দিকে) সৌরভ রাজপুত। মুস্কান রস্তোগী (ডান দিকে) । ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই তাঁর ছ’বছরের কন্যা পিহুকে নিয়ে শুরু হয়ে গিয়েছে সৌরভ এবং তাঁর স্ত্রী মুস্কানের পরিবারের লড়াই। পিহুর দাবিদার কারা হবেন, তা নিয়েই লড়াই শুরু।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সৌরভের পরিবার চাইছে নাতনিকে রাখতে। মুস্কানের পরিবারে পিহু বেড়ে উঠুক সেটা তারা চাইছে না। তাদের যুক্তি, ওই পরিবারে পিহু মানুষ হবে না। যে ভাবে মুস্কানকে মানুষ করেছেন তাঁর বাবা-মা, তাঁদের সংস্পর্শে থাকলে পিহু-ও সেই মানসিকতায় বেড়ে উঠবে। আর তাই তারা চায় না, মুস্কানের পরিবারে বেড়ে উঠুক পিহু। সৌরভের ভাই বাবলু বলেন, ‘‘পুলিশের কাছে আর্জি জানিয়েছি পিহুকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু কোনও সদুত্তর মেলেনি।’’ তবে বাবলু জানিয়েছেন, সৌরভের সন্তান পিহু। তার দেখাশোনা করবেন তাঁরাই।

অন্য দিকে, মুস্কানের মা-বাবাও চাইছেন নাতনি তাঁদের কাছেই থাকবে। তাঁরাই ওর দেখাশোনা করবেন। ঘটনাচক্রে, সৌরভের হত্যা, মুস্কানের গ্রেফতারির পর থেকেই মুস্কানের বাপের বাড়িতেই রয়েছে তাঁর কন্যা। কখনও বাবার, কখনও মায়ের খোঁজ করছে সে। বাবা-মায়ের খোঁজে ব্যাকুল সে। মুস্কানের বাবা-মা নাতনিকে বার বার বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন যে, তার বাবা-মা লন্ডনে রয়েছেন। কিন্তু সে কথায় বিশ্বাস করতে চাইছে না পিহু। ঘটনার পর থেকেই নাতনি তাঁদের কাছে। আর নাতনির দেখাশোনা তাঁরাই করবেন, এমনই দাবি করেছেন, মুস্কানের বাবা প্রমোদ রস্তোগী। তাঁর কথায়, ‘‘পিহুর মধ্যে ওঁরা সৌরভকে না আমার মেয়ে মুস্কানের ছায়া খুঁজবেন। তার সঙ্গে অন্যায় হতে পারে, আশঙ্কা করছি। তাই ওই দাদু-ঠাকুরমার হাতে পিহুকে তুলে দিতে চাই না।’’

Advertisement

প্রমোদের আরও অভিযোগ, যখন সৌরভ বেঁচে ছিলেন, সেই সময় সৌরভের দাদু-ঠাকুরমা নাতনির খোঁজ নেননি। এখন মুস্কান গ্রেফতার হওয়ার পর থেকেই পিহুর দাবিদার হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছেন। এটা তাঁরা মেনে নেবেন না। প্রসঙ্গত, গত ৪ মার্চ সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লের বিরুদ্ধে। দেহ টুকরো করে ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেন। যে হত্যাকাণ্ড গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement