শুভমন গিল। —ফাইল চিত্র।
ইডেনে কেকেআর-গুজরাত ম্যাচে টসের পর অদ্ভুত কাণ্ড করে ফেললেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। প্রথম একাদশ বা খেলার পরিকল্পনা নয়, শুভমন গিলকে তিনি প্রশ্ন করলেন বিয়ে নিয়ে। তার জবাবও দিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক। কী বললেন তিনি?
টসের পর মরিসন প্রশ্ন করেন, “তোমাকে দেখতে বেশ ভাল লাগছে। সামনেই কি তোমার বিয়ে?” জবাবে শুভমন হেসে বলেন, “না, না। তেমন কিছু নয়।” শুভমনের জবাবে হেসে ফেলেন মরিসনও।
সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে জল্পনা অনেক দিনের। ভারতীয় দলের খেলা দেখতে মাঝেমাঝেই মাঠে যান সারা। তাতে জল্পনা আরও বাড়ে। দু’জনে কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জল্পনা কমেনি। তার মধ্যে সম্প্রতি শুভমন ও সারা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। তার পরেই শুভমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন মরিসন।
এ বারের আইপিএলে ব্যাট হাতে রান করেছেন শুভমন। সাতটি ম্যাচে ২১৪ রান করেছেন তিনি। ৩৫.৩৩ গড় ও ১৫০.২৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান করেছেন। পাশাপাশি ভাল অধিনায়কত্বও করছেন শুভমন। কলকাতা ম্যাচের আগে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে গুজরাত। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। সোমবার কেকেআরকে হারাতে পারলে প্লে-অফে এক পা দিয়ে দেবেন শুভমনেরা।