ফাইল চিত্র।
মনোরোগীদের কেন বিমার আওতায় আনা হয়নি এই প্রশ্ন তুলে কেন্দ্র এবং ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)-কে জবাবদিহি করতে বলল সুপ্রিম কোর্ট।
মনোরোগী, অবসাদে ভুগছেন এমন ব্যক্তি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি মামলার মঙ্গলবার শুনানি হয় শীর্ষ আদালতে। অতিমারির কারণে অবসাদ, উদ্বেগ কী ভাবে দেশের মানুষকে গ্রাস করছে তা নিয়ে একটা আলোচনা হয়। তখনই বিমার প্রসঙ্গটি টেনে আদালত কেন্দ্র এবং আইআরডিএআই-কে প্রশ্ন করে, শারীরিক অসুস্থতার জন্য যদি বিমা থাকতে পারে, তা হলে মানসিক ভাবে অসুস্থদের কেন বিমার আওতায় আনা হবে না? গৌরবকুমার বনসা নামে এক আইনজীবী মানসিক স্বাস্থ্য নিয়ে একটি মামলা করেন। বিচারপতি রোহিংটন এফ নরিম্যান, নবীন সিনহা এবং বি আর গাভাই-এর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল এ দিন।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মানসিক স্বাস্থ্যর বিষয়টি ভাবিয়ে তুলেছে অনেককেই। অবসাদে ভুগছেন বা মানসিক দিক থেকে অসুস্থ এমন রোগীর সংখ্যা দেশে প্রচুর। অবসাদে কেউ কেউ আত্মহত্যার মতো পথকে বেছে নিচ্ছেন। তাঁদের জন্যও বিমার প্রয়োজন রয়েছে বলে মনে করে আদালত।
আরও পড়ুন: করোনায় মৃত্যুতে বিশ্বে অষ্টম ভারত, আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার
যদিও ২০১৮-তে আইআরডিএআই দেশের সব বিমা সংস্থাগুলোকে মানসিক ভাবে অসুস্থদের বিমার আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছিল। ২০১৭-র মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনে বলা হয়েছে, শারীরিক ভাবে অসুস্থদের জন্য যেমন চিকিত্সা বিমা রয়েছে, ঠিক একই রকম ভাবে মনোরোগীদের চিকিত্সার জন্য বিমার ব্যবস্থা করতে হবে বিমা সংস্থাগুলোকে।
অভিযোগ, আইনে বলা থাকলেও, মানসিকে স্বাস্থ্য নিয়ে বিমার ব্যাপারে উদ্যোগী হয়নি বিমা সংস্থাগুলো। এ বিষয়ে বিমা সংস্থাগুলোর বিরুদ্ধে আইআরডিএআই কেন কোনও পদক্ষেপ করল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর আরও অভিযোগ, বিমা রেগুলেটরি বডির ‘উদাসীন’ মনোভাবের কারণেই মনোরোগীদের আজ ভুগতে হচ্ছে।