Supreme Court

ইডি তলব করলে কিসের সমস্যা? তামিলনাড়ুর স্ট্যালিন সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

তামিলনাড়ুর একটি অবৈধ বালিখাদানের মামলায় তদন্ত শুরু করেছে ইডি। এই তদন্তে ইডির তদন্তকারীদের নজরে রয়েছেন তামিলনাড়ুর পাঁচ জেলাশাসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৭
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

ইডি তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের সরকার। ইডি প্রশাসনের কাউকে সমন পাঠালে রাজ্য সরকারের কী সমস্যা, তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

Advertisement

তামিলনাড়ুর একটি অবৈধ বালিখাদানের মামলায় তদন্ত শুরু করেছে ইডি। এই তদন্তে ইডির তদন্তকারীদের নজরে রয়েছেন তামিলনাড়ুর পাঁচ জেলাশাসক। ইডি তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তামিলনাড়ু সরকার। মামলা দায়ের করে ইডিও। মামলায় একের পর এক সন্দেহভাজনকে সমন পাঠিয়ে তলব করার বিরুদ্ধেই মামলা করে তামিলনাড়ুর ডিএমকে সরকার। অন্য দিকে, এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ বন্ধ করার আর্জি জানায় ইডি।

শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি বেলা এম ত্রিবেদীর প্রশ্ন, “ইডির সমনে রাজ্যের কিসের সমস্যা?” তামিলনাড়ু সরকারকে নোটিস দিয়ে কৈফিয়ত তলব করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তিনি সওয়াল-জবাব পর্বে জানান, এই বিষয়ে তদন্ত চালানোর এক্তিয়ার নেই ইডির। তখন বিচারপতি ত্রিবেদী রোহতগির কাছে জানতে চান, “প্রাথমিক তদন্তপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া যায় কি না, আমরা ভেবে দেখব। কিন্তু আমরা তথ্য চাই।” এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement