Baba Ramdev

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, বাবা রামদেবকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এই অ্যাম্বুল্যান্সটি ৩৭ লক্ষ টাকা ব্যয় করে ক্রয় করেছিলেন। স্থানীয় একটি ক্লাবের হাতে অ্যাম্বুল্যান্সটি পরিচালনার জন্য তুলে দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৬:২৩
Share:

বাবা রামদেব ফাইল ছবি।

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশন যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় বৃহস্পতিবার রামদেবকে নোটিস পাঠিয়েছে দিল্লি হাই কোর্ট। রামদেব যাতে প্রত্যক্ষ পা পরোক্ষ ভাবে আপত্তিকর বক্তব্য প্রকাশ করতে না পারেন, তার জন্যও আবেদন জানিয়েছেন মেডিক্যাল অ্যাসোসিয়েশন। যদিও আদালত সেই আবেদন গ্রাহ্য করেনি। বক্তব্যের জন্য প্রতীকী ১ টাকা জরিমানা ও শর্তহীন ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল সংগঠনটি। আদালত এই বিষয়ে তাদের মামলা-মোকদ্দমার পরিবর্তে পিটিশন দায়ের করতে বলেছে। শুনানিতে চিকিৎসকদের সংগঠনটিকে আদালত বলে, "আপনারা আদালতের সময় নষ্ট না করে অতিমারি থেকে কী ভাবে নিরাময় পাওয়া যায় তার সন্ধানে সময় অতিবাহিত করুন।"

Advertisement

দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়। তারা বলে, ‘‘রামদেবের এই মন্তব্য চিকিৎসকদের উপর প্রভাব ফেলছে। তিনি চিকিৎসকদের নাম বলছেন। তিনি বিজ্ঞানকে (অ্যালোপ্যাথি) নকল বলে আখ্যা দেন। রামদেব মিথ্যা ভাবে কোভিডের ওষুধ হিসাবে ‘করোনিল’কে উপস্থাপন করছেন। এমনকি সরকারও তাঁকে বিজ্ঞাপন বন্ধ করতে বলেছেন। যদিও এরই মধ্যে তিনি ২৫০ কোটি ডলার মূল্যের করোনিল বিক্রি করেছেন।’’

জবাবে বিচারপতি বলেন, "আগামিকাল আমিও হোমিওপ্যাথি ভুয়ো মনে করতে পারি। এটি একটি মতামত। কী ভাবে এর বিরুদ্ধে মামলা করা যায়? আমরা যদি ধরে নিই যে তিনি যা বলছেন তা ভুল বা বিভ্রান্তিকর, তা হলেও জনস্বার্থে মামলা করা যাবে না এই ভাবে। জনস্বার্থ মামলা হতে হবে। যদি পতঞ্জলি বিধি লঙ্ঘন করে, তবে এটা দেখা সরকারের কাজ। আপনারা কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন। এটা জনস্বার্থ মামলা। আপনারা আরও ভাল ভাবে একটি পিআইএল দায়ের করে বলুন যে রামদেব ‘করোনিল’কে নিরাময়কারী ওষুধ বলেছিলেন এবং তারপরে বলেছেন রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক। এবং এরই মধ্যে করোনিল কয়েক লাখ লোক কিনেছে।’’

Advertisement

শুনানিতে আদালত আরও বলে, ‘‘রামদেব অ্যালোপ্যাথিতে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যোগ ও আয়ুর্বেদ দ্বারা সবকিছু নিরাময় করা যায়। তিনি সঠিক বা ভুল হতে পারেন। তবে এই আদালত বলতে পারবে না করোনিল কোভিডের নিরাময় করতে পারে কি না। মেডিক্যাল বিশেষজ্ঞদের দ্বারা এটি করাতে হবে। তাঁর তির্যক মন্তব্য মামলা-মোকদ্দমার কারণ হতে পারে না। ধরা যাক ১০ হাজার মানুষ করোনিল কিনেছিল। তাঁদের মধ্যে সাড়ে ৯ হাজার মারা যায়। তার পর আপনারা মিডিয়াতে গিয়ে বলবেন যে করোনিলের কারণে ৯৫ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। সেই ক্ষেত্রে রামদেবও আপনাদের বিরুদ্ধে মামলা করবেন? অ্যালোপ্যাথি কারও কাজ করে, কারও করে না। এটি একটি দৃষ্টিভঙ্গি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement