—ফাইল চিত্র।
বিজেপি নেতারা বরাবরই দিল্লির খান মার্কেটের সঙ্গে উদার মনোভাবাপন্ন, মোদীর সমালোচকদের এক করে দেখেন। এই বুদ্ধিজীবী শ্রেণিকে ‘খান মার্কেট গ্যাং’ আখ্যা দিয়ে বিজেপি নেতা রাম মাধব লোকসভায় ভোটে জয় উদ্যাপন করতে সেখানে গিয়েছিলেন। উল্লাসের কারণ, খান মার্কেটের লোকেদের জব্দ করা গিয়েছে।
এ বার একই সুর অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের। সঞ্জীব আজ টুইট করেছেন, ‘খান মার্কেটকে বাগ মানানো হয়েছে। এর পর বোধহয় জুহু-বান্দ্রা!’ বাঙালি অর্থনীতিবিদের এই টুইটে জল্পনা শুরু হয়েছে। কারণ বিরল আচার্যের ছেড়ে যাওয়া রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের পদে সঞ্জীবের নাম আলোচনায় আছে। সে ক্ষেত্রে তাঁকে দিল্লি থেকে মুম্বই যেতে হবে। সাধারণত এই পদে রিজার্ভ ব্যাঙ্কের বাইরের অর্থনীতিবিদ নিয়োগ করা হয়।
মোদী সরকারের আমলা ও স্বদেশি জাগরণ মঞ্চের নেতাদের সঙ্গে বিবাদে বিরল পদত্যাগ করেছেন। মুম্বই বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা দীপিকা পাড়ুকোনের পরিচয়পত্র দেখতে চাইছেন, দীপিকা তা দেখাচ্ছেন— এই ভাইরাল ভিডিয়োর খবর তুলে ধরেই সঞ্জীব টুইট করেন।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।