Rahul Gandhi

Congress: ভোট অদূরে, সভাপতি কে হবেন কংগ্রেসের

সূত্রের খবর, এআইসিসি-র প্রায় ৯ হাজার প্রতিনিধি সভাপতি নির্বাচনে ভোট দেবেন। প্রদেশ কংগ্রেস স্তর থেকে সেই তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ০৬:৫০
Share:

প্রতীকী ছবি।

রাহুল গান্ধী ফের কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিতে তৈরি কি না, তা নিয়ে এখনও দলের কেউ নিশ্চিত নন। তবে খুব শীঘ্রই কংগ্রেস সভাপতি পদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে কংগ্রেস সূত্রের দাবি। সাংগঠনিক নির্বাচন নিয়ে কংগ্রেসের আগের ঘোষণা অনুযায়ী, ২১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি নির্বাচন হওয়ার কথা।

Advertisement

সূত্রের খবর, এআইসিসি-র প্রায় ৯ হাজার প্রতিনিধি সভাপতি নির্বাচনে ভোট দেবেন। প্রদেশ কংগ্রেস স্তর থেকে সেই তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। এ বার সভাপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত করার জন্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অনুমোদনের জন্য সনিয়া গান্ধীর জন্য পাঠানো হবে। কিন্তু সভাপতি হবেন কে?

গোটা কংগ্রেস রাহুলকে ফের সভাপতির পদে দেখতে চাইলেও রাহুল নিজে এ বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে ফের সভানেত্রী করা কঠিন। সে ক্ষেত্রে গান্ধী পরিবারের বাইরে কাউকে ভাবতে হবে। কিন্তু রাহুল নিজে না হয়ে তাঁর অনুগামীদের কাউকে সভাপতি পদে বসিয়ে পিছন থেকে দল চালালে ফের বিক্ষুব্ধরা মাথাচাড়া দিতে পারেন। রাহুলের ঘনিষ্ঠ শিবিরের অবশ্য দাবি, সভাপতি যিনিই হোন, রাহুল এ বার সক্রিয় হয়ে উঠবেন। ১৫ অগস্টথেকে তিনি বেঙ্গালুরুতে জাতীয় পতাকা উত্তোলন করবেন। নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির পাল্টা জবাবে কংগ্রেস ‘হর ঘর রোজগার’-এর দাবি তুলবে। বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল নিজে ৩০০০ কিলোমিটারের বেশি পদযাত্রায় অংশ নেবেন। তিনি নিজে ১৫০ দিন পদযাত্রা করবেন। প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার হাঁটবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রার সময় রাহুল বা কংগ্রেস নেতারা কোনও হোটেল বা রিসর্টে থাকবেন না। রাতে যেখানে যাত্রা শেষ হবে, সেখানে তাঁবু বসানো হবে। সেখানেই কংগ্রেস নেতারা রাত কাটাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement