শীলার পর দিল্লিতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে?  

বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির প্রাক্তন প্রদেশ সভাপতি অজয় মাকেন ফের জানালেন, কথা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৩
Share:

—ফাইল চিত্র।

বছর ঘুরলেই ভোট। অথচ শীলা দীক্ষিতের মৃত্যুর পরে এখনও ঠিক হল না দিল্লিতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে।

Advertisement

বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির প্রাক্তন প্রদেশ সভাপতি অজয় মাকেন ফের জানালেন, কথা চলছে। কংগ্রেস সূত্রে খবর, তারা মনে করে, দিল্লি ভোটে ভাল করার সম্ভাবনা রয়েছে তাদের। কারণ বিধানসভা ভোটে মোদী-ম্যাজিক খাটবে না বলে তাদের ধারণা। অন্য দিকে, কেজরী সরকারের উপরে বীতশ্রদ্ধ দিল্লিবাসীর একটি বড় অংশ। শীলা দীক্ষিতের মৃত্যুর পরে নতুন সভাপতির নাম ঠিক করতে দিল্লির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সনিয়া গাঁধী। কথা বলেছেন এআইসিসি-তে দিল্লির ভারপ্রাপ্ত সেক্রেটারি পি সি চাকোর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement