GST

জিএসটি চালু হলে যে জিনিসগুলির দাম বাড়তে বা কমতে পারে

জিএসটি বিল পাশ হওয়ার পর চালু হতে যাচ্ছে ‘এক দেশ, এক কর’। কিছু বিতর্ক থাকলেও বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থনে বুধবার রাজ্যসভায় পাশ হয় পণ্য ও পরিষেবা কর বিল। এই বিল পাশ হওয়ার পর এখন কোন দিকে যাবে ভারতের অর্থনীতি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১৭:৪০
Share:

জিএসটি বিল পাশ হওয়ার পর চালু হতে যাচ্ছে ‘এক দেশ, এক কর’। কিছু বিতর্ক থাকলেও বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থনে বুধবার রাজ্যসভায় পাশ হয় পণ্য ও পরিষেবা কর বিল। এই বিল পাশ হওয়ার পর এখন কোন দিকে যাবে ভারতের অর্থনীতি? নানা মুনির নানা মত। তবে অধিকাংশ মহল মনে করছেন, জিএসটি চালু হলে পরবর্তীকালে কর নীতি প্রয়োগ আরও মসৃণ হবে। জিডিপি ১.৫ শতাংশ বাড়ার সম্ভবনাও রয়েছে বলে মনে করছেন তাঁরা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জিএসটি চালু হলে দেশে রফতানি আরও বাড়বে। অর্থনীতি অনেক চাঙ্গা হবে। তবে সাধারণ মানুষের জন্য করের বোঝা কোনও কোনও ক্ষেত্রে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভোগ্যপণ্য ও বিদেশ থেকে আমদানি করা গাড়ির মতো পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এক নজরে দেখে নিন জিএসটি চালু হওয়ার পর, কোন কোন খাতে দাম বাড়া বা কমার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও খবর- রিও অলিম্পিক্সের মেডেলের দাম জানলে অবাক হবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement