—প্রতীকী ছবি।
জুতোর ভিতর ১ কোটির বেশি মূল্যের সোনার পেস্ট ভরে পাচারের অভিযোগে দিল্লি বিমানবন্দরে ধরা পড়লেন দুবাই থেকে আসা এক যাত্রী। সোমবার বিমানবন্দরে নেমে হুইলচেয়ার ব্যবহার করে শুল্ক দফতরের নজরদারি এড়ানোর চেষ্টা করেন বলেও ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতারির পর আদালতে হাজির করানো হলে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছেন শুল্ক দফতরের এক কর্তা।
পুলিশ সূত্রে খবর, ধৃত যাত্রী আদতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। সোমবার দুবাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বছর তিরিশের কাছাকাছি ওই যুবক। আপাতদৃষ্টিতে তাঁর শারীরিক সমস্যা না থাকলেও বিমানবন্দরের হুইলচেয়ার ব্যবহার করেন তিনি। সন্দেহ হওয়ায় তাঁর তল্লাশি করেন শুল্ক দফতরের আধিকারিকেরা। সে সময় বিপুল অর্থমূল্যের সোনা পাওয়া যায় বলে দাবি।
শুল্ক দফতরের এক কর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘‘দুবাইয়ের ওই যাত্রীর জুতোর ভিতর ২.১৫ কেজি সোনার পেস্ট লুকোনো ছিল। যার অর্থমূল্য ১ কোটি ১৩ লক্ষ টাকা।’’
পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে প্রায় ২ বছর পর দেশে ফিরেছেন অভিযুক্ত যুবক। তাঁর দাবি, বিনামূল্যে দিল্লিগামী বিমানটিকিট দেওয়ার বদলে তাঁকে সোনা পাচারের প্রস্তাব দিয়েছিলেন ট্র্যাভেল এজেন্ট। তাতেই রাজি হয়েছিলেন তিনি।